প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন ভারতের বিহারের এক ব্যক্তি। তাতে আপত্তি করেন দ্বিতীয় স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নালন্দা জেলার একটি গ্রামের বাসিন্দা বিকাশ কুমার পাঁচ বছর আগে সুনিতা দেবীকে বিয়ে করেন। সুনিতার বাবা জানান, বিয়ের পর তারা জানতে পারেন, ইতিপূর্বে এক স্ত্রী ছিল বিকাশ কুমারের, যার সঙ্গে বিচ্ছেদ হয়নি তার। আগে একবার বিয়ের বিষয়টি জানার পরও সুনিতাকে বুঝিয়ে তাদের সঙ্গে রাখতে সক্ষম হয় বিকাশের পরিবার। সুনিতা দুটি সন্তানের জন্ম দেন এবং জন্মের পরপরই তাদের মৃত্যু হয়। সন্তানদের মৃত্যুর পর প্রেমিকাকে বিয়ের কথা বলতে থাকেন বিকাশ। এ নিয়ে সুনিতার সঙ্গে ঘন ঘন ঝগড়া হয় তার, যার জেরে বাবার বাড়িতে চলে যান এ...