পেট্রোবাংলা ও এর সহযোগী প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার বেলা তিনটা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই কর্মসূচি চলে। শতাধিক নিয়োগপ্রত্যাশী পেট্রোবাংলার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন। এর আগে বেলা তিনটার দিকে তাঁরা একই স্থানে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, মাঠপর্যায়ের সব কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতায় নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক প্রার্থী বলেন, ‘সব মিলিয়ে ৬০০ জনের বেশি প্রার্থী নিয়োগের বেড়াজালে আটকে আছি। ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেরি হয়েছে। যাদের ভেরিফিকেশন শেষ, তাদের অন্তত মেডিকেল পরীক্ষা শুরু করা উচিত। এতে সময় বাঁচবে। একাধিকবার দ্রুত নিয়োগের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি না।’ সংবাদ সম্মেলনের পর চাকরিপ্রত্যাশীরা পেট্রোবাংলার ফটক...