ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এ অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার (১২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় পরিচালিত এ অভিযানে বিমান বাহিনী দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় অঞ্চলে এয়ার সার্ভেইল্যান্স মিশন পরিচালনা করছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিমান বাহিনীর হেলিকপ্টার বিভিন্ন এলাকায় বিমান নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যা ৬টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলার নদী অঞ্চলে অভিযান চালায়। একই সময় আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত বিস্তৃত...