বাংলাদেশের সড়ক ব্যবস্থার অতিরিক্ত চাপ কমাতে অন্তবর্তীকালীন সরকার এখন রেলভিত্তিক মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট ব্যবস্থার দিকে নজর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ সেক্টরে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেছেন, দেশের প্রধান সড়কগুলো এতটাই স্যাচুরেটেড হয়ে গেছে যে এগুলোর ওপর আরও চাপ দেওয়া সম্ভব নয়। তাই রেল ও ওয়াটারওয়ে ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার বিকালে রাজধানীর রেল ভবনে সড়ক, রেলপথ, যোগাযোগ অবকাঠামো ও পরিবহণ সম্পর্কিত খাত নিয়ে কাজ পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক মতবিনিময় তিনি এসব কথা বলেন। শেখ মইনউদ্দিন বলেন, এতদিন পর্যন্ত আমাদের সব এনফেসিস ছিল শুধু সড়কের ওপর। কিন্তু এখন রোডের থেকে এনফেসিস সরিয়ে রেলের দিকে ফোকাস দিতে চাই। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজারসহ বড় রুটগুলো এত বেশি কনজেস্টেড হয়ে গেছে যে সেগুলো আর স্টেবল...