ফিলিস্তিনের গাজা শহরে হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় দুঘমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ওই অস্ত্রধারীদের গুলি বিনিময় করে। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিরাপত্তা ইউনিটগুলো শহরের ভেতরে একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে ঘিরে ফেলে এবং তাদের আটক করতে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ৮ হামাস যোদ্ধাসহ দুঘমুশ গোত্রের ১৯ জন সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তেল আল-হাওয়া এলাকায় ৩০০ জনেরও বেশি হামাস যোদ্ধার একটি বাহিনী দুঘমুশ বন্দুকধারীদের আস্তানায় থাকা একটি আবাসিক ব্লকে হামলা চালানোর পর সংঘর্ষ শুরু হয়।...