শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না– দলটির নেতাদের এ বক্তব্যের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, চব্বিশের আন্দোলনে সক্রিয়ভাবে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের দল এনসিপি। তাদের আমি দেশপ্রেমিক হিসেবে জানি। আমি মনে করি না, এনসিপি গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। বরং গণতন্ত্রের উত্তরণ যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সে পরিবেশ তৈরিতে তারা সম্মতি দেবে। রাজনীতিতে কোনো অবস্থান চূড়ান্ত নয়। আশা করছি, শেষ পর্যন্ত এনসিপি ইতিবাচক অবস্থানে আসবে। রোববার চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।কমিশন চাইলে প্রতীক কমাতে বা বাড়াতে পারে বলে জানিয়ে তিনি বলেন, কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যায়নি। সুযোগ থাকলেও প্রতীক কমানো বা...