মেয়েকে মারধর করার অপরাধে জামাইর বিরুদ্ধে মামলা দিয়েছেন শ্বশুর। মামলায় পুলিশ জামাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এদিকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্বশুর। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত দেড় বছর আগে পিড়ারবাড়ি গ্রামের ব্যবসায়ী বিপুল বিশ্বাসের ছেলে বিপ্র বিশ্বাস (২৪) প্রেম করে একই গ্রামের নিখিল মল্লিকের মেয়ে অন্তু মল্লিককে (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দুজনের বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপ্র বিশ্বাস তার স্ত্রীকে মেরে গুরুতর আহত করেন। পরে অন্তুর বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) অন্তু মল্লিকের বাবা নিখিল মল্লিক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ বিপ্র বিশ্বাসকে গ্রেফতার...