কমিশন না দিলে রোগী পাই না, তাই অনেকে বিকল্প উপায় খুঁজছে-ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজার * গত কয়েক বছরে কমিশন বাণিজ্যে দিশেহারা হয়ে বন্ধ হয়ে গেছে একাধিক প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) বহির্বিভাগে চলছে ভয়াবহ কমিশন বাণিজ্য। রোগীদের দেওয়া টেস্টের অর্থের কমপক্ষে ৫০ শতাংশ কমিশন যাচ্ছে চিকিৎসকদের পকেটে। কমিশনের এই উচ্চহার পরিশোধে কিছু ডায়াগনস্টিক সেন্টার বিনা টেস্টেই রিপোর্ট প্রদান করছেন। এতে একদিকে যেমন রোগীরা প্রতারিত হচ্ছেন, তেমনি সঠিক রোগ নির্ণয় এবং ব্যবস্থাপত্র থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। চিকিৎসাব্যবস্থার নৈতিকতাও প্রশ্নের মুখে পড়েছে। কয়েক দিন ধরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী সেজে যুগান্তরের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, খুমেক হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের এক ধরনের গোলক ধাঁধায় পড়তে হয়। চিকিৎসক, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও দালালদের একটি চক্রের...