ধূমপান কেবল ধূমপায়ীর ফুসফুসকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এর ক্ষতিকারক প্রভাব নীরবে ছড়িয়ে পড়ে তার সবচেয়ে কাছের মানুষ—অর্থাৎ শিশুদের ওপর। পরোক্ষ ধূমপান (Secondhand Smoke) বা থার্ডহ্যান্ড স্মোকিং-এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় যে সুদূরপ্রসারী ক্ষতি হয়, তা অনেক ধূমপায়ীই ভাবেন না বা উপেক্ষা করেন। শিশুদের সুরক্ষার ওপর ধূমপানের এমন কিছু প্রভাব নিচে আলোচনা করা হলো, যা অনেক সময়ই গুরুত্ব দেওয়া হয় না: ১. থার্ডহ্যান্ড স্মোকিং (Thirdhand Smoking) এবং বিষাক্ততাপরোক্ষ ধূমপান (অন্যের ধোঁয়া নেওয়া) সম্পর্কে সচেতনতা থাকলেও, থার্ডহ্যান্ড স্মোকিং শিশুদের জন্য এক গুরুতর বিপদ। সংজ্ঞা: সিগারেটের ধোঁয়ার বিষাক্ত কণাগুলো কাপড়, চুল, আসবাবপত্র, কার্পেট এবং খেলনার ওপর জমা হয়ে যায়। ধোঁয়া চলে যাওয়ার পরও এই বিষাক্ত অবশিষ্টাংশ থেকে যায়, যা থার্ডহ্যান্ড স্মোকিং নামে পরিচিত। শিশুদের ঝুঁকি: শিশুরা হামাগুড়ি দেয়, খেলনা মুখে দেয়...