আগামী ১৫ ও ১৬ অক্টোবর চাকসু ও রাকসু নির্বাচনের ভোট। শেষমুহূর্তে চলছে জমজমাট প্রচার। শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে চবি ও রাবি ক্যাম্পাস। নানা সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন প্রার্থীরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবমিলিয়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। একদিন পর ভোট, প্রার্থী সমর্থককর্মী কারও দম ফেলার সময় নেই। সবাই ব্যস্ত শেষ সময়ের প্রচার নিয়ে। ক্যাম্পাসজুড়ে নানাভাবে চলছে প্রচার। হ্যান্ডবিল বিতরণ, প্রচারপত্র বিলি, গান, গম্ভীরা, নাটক এমনকি হলে হলে গিয়ে ভোট চাচ্ছেন। সবদিক মিলে ক্যাম্পাসজুড়ে জমে উঠেছে নির্বাচনি উৎসব। প্রার্থীর পাশাপাশি ব্যস্ত সাধারণ শিক্ষার্থীরাও। তাদের টেনশন ভোটের ফলাফল নিয়ে। নির্বাচনে কে হারে...