চোখের সংবেদনশীল অংশ রেটিনার ওপর নীল আলোর ক্ষতিকারক প্রভাব নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো: ১. রেটিনার কোষের ক্ষতি (ফটোটক্সিসিটি)নীল আলো হলো উচ্চ-শক্তির দৃশ্যমান আলো, যার তরঙ্গদৈর্ঘ্য কম। এই স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলো সরাসরি চোখের লেন্স ও কর্ণিয়া ভেদ করে রেটিনার সংবেদনশীল কোষগুলোতে পৌঁছাতে পারে। কোষ ধ্বংস: বিশেষজ্ঞরা বলছেন, নীল আলোর এই উচ্চ শক্তি রেটিনার আলোক-সংবেদনশীল কোষগুলোতে (Photoreceptor Cells) রাসায়নিক বিক্রিয়া ঘটায়, যা কোষের ক্ষতি করে বা সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। ফলাফল: এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হ্রাসের দিকে নিয়ে যায় এবং চোখের মারাত্মক রোগ ম্যাকুলার ডিজেনারেশন (AMD)-এর ঝুঁকি বাড়িয়ে তোলে। ম্যাকুলার ডিজেনারেশন হলো রেটিনার কেন্দ্রে অবস্থিত ম্যাকুলার কোষের ক্ষতি, যা কেন্দ্রীয় দৃষ্টিকে প্রভাবিত করে। ২. ডিজিটাল আই স্ট্রেন (Digital Eye Strain)মোবাইলের স্ক্রিনে একটানা তাকিয়ে থাকার কারণে চোখ...