জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (রেফারেন্ডাম) একই দিনে আয়োজন করতে হলে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি নিতে অন্তত দেড় মাস সময়ের প্রয়োজন হবে। ওই সময়ের মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৫ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনাসহ নির্বাচনি সামগ্রী কেনার প্রয়োজন হবে। জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আনুমানিক ৫০ হাজার ভোটকক্ষ বাড়াতে হবে। এজন্য নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা অন্তত দেড় লাখ বেড়ে যাবে। পক্ষান্তরে ভিন্ন দিনে জাতীয় সংসদ ও গণভোট হলে নির্বাচনি ওইসব সামগ্রী কেনার প্রয়োজন হবে না। জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ও ভোটকক্ষ এবং অন্যান্য প্রস্তুতি দিয়ে গণভোট আয়োজন করা সম্ভব হবে। একাধিক দিনে ভোট হলে ব্যালট পেপার ছাপাতে সময় লাগবে ১৫ দিন। আর একই দিনে হলে ওই নির্বাচনের ব্যালট ছাপতে লাগবে এক মাস। তবে একই দিনে দুটি ভোটের আয়োজন করলে...