ক্যানসার কোষ কীভাবে নিজের শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, সেই রহস্যের কিছুটা সমাধান মিলেছে বার্সেলোনার বিজ্ঞানীদের গবেষণায়। তারা দেখেছেন, কোষগুলো শারীরিক চাপের মুখে পড়লে অতিরিক্ত শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তির সাহায্যে ডিএনএ-তে হওয়া ক্ষত মেরামত করে। গবেষণাটি করেছে বার্সেলোনার সেন্টার ফর জেনোমিক রেগুলেশন (CRG)। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, গবেষকরা একটি বিশেষ মাইক্রোস্কোপ ব্যবহার করেছেন, যা জীবিত কোষে চাপ প্রয়োগ করে কোষকে তিন মাইক্রন পর্যন্ত ছোট করতে সক্ষম। চাপের প্রভাবে কোষের মাইটোকনড্রিয়া নিউক্লিয়াসের পাশে চলে আসে এবং অতিরিক্ত এটিপি (শক্তি) উৎপন্ন করতে থাকে। গবেষকরা এটিকে ‘এনএএম (নিউক্লিয়াস অ্যাসোসিয়েটেড মাইটোকনড্রিয়া)’ নামে উল্লেখ করেছেন। তারা দেখেছেন, ক্যানসার কোষের ৮৪ শতাংশের মধ্যে এই প্রক্রিয়া ঘটে। কোষের নিউক্লিয়াসের চারপাশে তৈরি এই চক্র কোষকে চাপে থাকা অবস্থায়...