গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে জিম্মিদের আসন্ন মুক্তিকে ঐক্যের মুহূর্ত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তার সরকারের এই চুক্তি পরিচালনার পদ্ধতি নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। খবর বার্তা সংস্থা এএফপির। রোববার (১০ অক্টোবর) প্রচারিত এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, আজ একটি আবেগপূর্ণ সন্ধ্যা, অশ্রুর সন্ধ্যা, আনন্দের সন্ধ্যা, কারণ আগামীকাল আমাদের সন্তানেরা আমাদের সীমান্তে ফিরে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীকাল একটি নতুন পথের শুরু—পুনর্নির্মাণের পথ, আরোগ্যের পথ। আমি আশা করি, এটি ঐক্যবদ্ধ হওয়ার পথ। নেতানিয়াহুর এই চুক্তি নিয়ে দ্বিধা বিভক্ত মনোভাব রয়েছে। একদিকে, গাজায় হামাসের হাতে জিম্মি থাকা কিছু পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু তাদের মুক্তির চেয়ে সামরিক বিজয়কে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এর প্রমাণ মেলে গত শনিবারের ঘটনায়, যখন মার্কিন দূত স্টিভ উইটকফ...