লিভার বা যকৃত মানবদেহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হজম, রক্ত পরিশোধন, টক্সিন অপসারণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। লিভার নীরবে তার কাজ করে যায় বলে এর মারাত্মক ক্ষতি না হওয়া পর্যন্ত অনেক সময় লক্ষণগুলো প্রকাশ পায় না। তবে লিভার পুরোপুরি নষ্ট হওয়ার আগে শরীর কিছু নির্দিষ্ট সতর্ক সংকেত দিতে শুরু করে। লিভারের অবস্থা খারাপ হওয়ার বা মারাত্মক ক্ষতির আগে শরীর যে ৭টি সতর্ক সংকেত দেয়, তা নিম্নরূপ: ১. জন্ডিস (Jaundice) বা ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়াএটি লিভার নষ্ট হওয়ার সবচেয়ে পরিচিত লক্ষণগুলোর মধ্যে অন্যতম। লিভার যখন রক্ত থেকে বিলিরুবিন (পুরোনো লোহিত রক্তকণিকা ভাঙার ফলে সৃষ্ট বর্জ্য) অপসারণ করতে পারে না, তখন এটি রক্তে জমা হতে শুরু করে। লক্ষণ: ত্বক, চোখ (বিশেষ করে চোখের সাদা অংশ) এবং নখের...