নারীদের মর্যাদা, স্বাধীনতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি'র এই ঘোষণায় নারীর শিক্ষা, অর্থনীতি, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তা—সব দিকেই জোর দেওয়া হয়েছে। নিচে দলটির ঘোষিত ছয় দফা নারী নীতিমালা তুলে ধরা হলো— ১। নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’-যাতে পরিবারগুলোর আসল স্তম্ভের হাতে সহায়তা ও প্রণোদনা পৌঁছে যায়। ২। নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা- কারণ অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আপস নয়। ৩। মেয়েদের জন্য শক্তিশালী একাডেমিক ও কারিগরি শিক্ষার সুযোগ -যাতে গ্রাম বা শহর, যেখানেই হোক, প্রতিটি মেয়ে দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। ৪। নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি -রাজনীতি, প্রশাসন, নীতি প্রণয়নে নারীদের আসন নিশ্চিত করা; কারণ নিরাপদ জাতি গঠনে এর বিকল্প নেই।...