গাজায় হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। এক বিবৃতিতে তিনি বলেন, গত দুই বছর ধরে হামাসের ওপর যে চাপ প্রয়োগ করা হয়েছে, তাতে ইসরায়েল ‘বিজয়’ অর্জন করেছে।ইসরায়েলি সেনাপ্রধান জানান, ‘আমরা যুদ্ধের বাকি লক্ষ্যগুলো অর্জনে কাজ চালিয়ে যাব। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের চেহারা ও ভবিষ্যতের নিরাপত্তা কৌশল পুনর্গঠন করছি।’তিনি আরও বলেন, ‘জিম্মিদের নিরাপত্তা এবং সেনাদের প্রাণহানি কমানোর জন্য জটিল কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য—গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয়।’এই বক্তব্য আসে এমন সময়ে, যখন গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত ৬৭ হাজার ৮০০ জন নিহত এবং...