টাকা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। তবে টাকা নিয়ে সচেতনতা এবং সঠিক ব্যবহার না করলে, তা জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে। টাকার সঙ্গে বন্ধুত্ব করা মানে হলো অর্থের সঠিক ব্যবস্থাপনা, তা থেকে সুখ এবং সচ্ছলতা অর্জন করা। এখানে কিছু কার্যকর উপায় আলোচনা করা হলো, যেগুলোর মাধ্যমে আপনি টাকার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ১. আয় ও ব্যয়ের সঠিক হিসাব রাখুনটাকার সঙ্গে বন্ধুত্বের প্রথম ধাপ হলো আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আয় থেকে কত টাকা ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন, তা একটি নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে ঠিক করতে হবে। মাসিক বাজেট তৈরি করে আপনার খরচের তালিকা লিখে ফেলুন এবং সেখান থেকে অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিন। ২. সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুনটাকার সঙ্গে বন্ধুত্ব করার অন্যতম প্রধান উপায় হলো সঞ্চয়...