হাঁপানি এবং শ্বাসকষ্ট—এই দুটি শব্দ প্রায়ই একই সঙ্গে ব্যবহৃত হয়, কিন্তু এই দুটি রোগ একে অপরের সমার্থক নয়। হাঁপানি হলো একটি নির্দিষ্ট রোগ, যার অন্যতম প্রধান লক্ষণ হলো শ্বাসকষ্ট। তবে সব শ্বাসকষ্টকে হাঁপানি বলা যায় না। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে এবং এর পেছনে বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে। এই প্রতিবেদনে হাঁপানি ও শ্বাসকষ্টের পার্থক্য এবং উভয়ের কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাঁপানি কী?হাঁপানি একটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ, যা শ্বাসনালীর সংকোচন ও প্রদাহের কারণে ঘটে। এটি সাধারণত অ্যালার্জি, ধুলা-বালি, ঠাণ্ডা আবহাওয়া, বা অন্যান্য উত্তেজক উপাদানের কারণে শুরু হয়। হাঁপানির ফলে শ্বাসনালী সংকুচিত হয়, ফুসফুসে বাতাসের প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। হাঁপানির লক্ষণ:শ্বাস নিতে কষ্ট হওয়াবুকে চাপ অনুভব করাঘন ঘন কাশি, বিশেষত রাতে বা সকালেশ্বাস নেওয়ার সময়...