অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনাল আইনেই হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেছেন, সংবিধানে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে, একজন আসামিকে গ্রেপ্তার করা হলে, যেখানেই গ্রেপ্তার করা হোক, তাকে আদালতে আনার সময়ে যতটুকু সময় ব্যয় হবে, সে সময়টুকু ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে, এটাই হচ্ছে আইনের বিধি। যদি আদালত কাউকে কেবলমাত্র অথরিটি দেয়, তাহলে আটক রাখতে পারে। সুতরাং নিয়ম হচ্ছে কাউকে আটক করার পরে ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজির করতে হবে। আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা হবে। আবার আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারেন। রবিবার জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব...