কুমিল্লার দেবীদ্বার পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন সিএনজি ও অটোরিকশা চালকরা। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবীদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে ওই মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাজী সুমন দেবীদ্বার-চান্দিনা সড়কে সিএনজি স্ট্যান্ডে ‘জিপি’র নামে চাঁদা আদায়সহ চালকদের নানা হয়রানি, মারধর, সিএনজি ও অটোরিকশা আটক করে আসছিলেন। শুধু তাই নয়, যারা তার কথার অবাধ্য হয়েছে তাদের রোডে সিএনজি ও অটোরিকশা চালানো নিষেধ ছিল। কেউ কেউ জীবিকা নির্বাহে বিপুল অর্থ দিয়ে সড়কে চলাচলের সুযোগ নিয়েছে। কাজী সুমনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে...