২৪টি মনোনয়ন পেয়ে আগে থেকেই হট ফেবারিট ছিল ‘লাপাতা লেডিজ’, মূল আসরেও সর্বোচ্চ ১৩টি পুরস্কার পেয়ে বাজিমাত করল কিরণ রাওয়ের সিনেমাটি। গত শনিবার রাতে গুজরাটের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায় বসেছিল ফিল্মফেয়ারের ৭০তম আয়োজন। পুরস্কার, পারফরম্যান্স, করণ জোহর, শাহরুখ খান ও মনীশ পালের সঞ্চালনায় অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট। আলিয়ার রেকর্ড, সমালোচনার ঝড়‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। আগে থেকেই তাঁর ঝুলিতে পাঁচটি ব্ল্যাক লেডি ছিল, আরেকটি যুক্ত হলো। এবার দিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন আলিয়া। ছয়টি পুরস্কার নিয়ে কাজল ও নূতনের রেকর্ড ভাঙলেন আলিয়া। তবে তাঁর এই পুরস্কার উসকে দিয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা। কেউ বলছেন, আলিয়ার পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির ধারণাকেই আরও শক্ত করেছে। আবার কেউ বলছেন, এবার মনোনয়ন পাওয়া অন্যান্য অভিনেত্রী—কারিনা কাপুর খান,...