সাত দশক আগে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও প্রসারে যে সংস্থা যাত্রা করেছিল, সেই এফডিসি’র মুখ থুবড়ে পড়েছে নানা অব্যবস্থাপনা আর সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে। গত এক দশকে প্রায় অর্ধশত কোটি টাকার ঋণজালে পড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে নতুন করে আর অনুদান না দিয়ে বিকল্প উপায়ে সচল রাখার উপায় খুঁজছে সরকার। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে সরকারের কাছ থেকে অনুদান আর ঋণ বাবদ প্রায় ৮০ কোটি টাকা নিয়েছে এফডিসি। বছর বছর সংস্থাটির লোকসান ও ব্যয় বাড়ছে; অদূর ভবিষ্যতে যে আয়-উন্নতি হবে— তেমন আভাসও মিলছে না। এর মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারের কাছে ১১৮ কোটি টাকার অনুদান বা থোক বরাদ্দের আবেদন করেছে এ লোকসানি করপোরেশন। এর মধ্যে সংস্থাটিকে লাভজনক করতে উপায় খুঁজছে সরকার। গেল...