সংবাদ সংগ্রহের জন্য খুলশী থানায় গিয়ে একজন সাংবাদিক চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির এক উপ-কমিশনারের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জোবায়েদ ইবনে শাহাদাত নামের এই সাংবাদিক যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক। তিনি রোববার সকালে খুলশী থানায় সংবাদ সংগ্রহ এবং নিজের খোয়া যাওয়া মানিব্যাগ ও আইডি কার্ডের জন্য সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন। জোবায়েদের ওপর ‘হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের দুটি সংগঠন। জোবায়েদ বলেন, শনিবার রাতে জিইসির মোড়ে গানের অনুষ্ঠানে সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে তার মানিব্যাগ, টাকা ও ব্যাংকের কার্ড হারানো যায়। এ ঘটনায় খুলশী থানায় তিনি জিডি করতে গিয়েছিলাম। জিইসি মোড়ের সংঘর্ষের ঘটনায় যারা থানায় আটক আছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছিলেন। তিনি বলেন, “এসময় পুলিশ সদস্যরা আমার কাজে বাধা দেন এবং উপস্থিত নগর পুলিশের উপ-কমিশনার আমীরুল ইসলাম আমাকে...