অস্ত্রোপচার ছাড়াই অন্ধত্ব বা দৃষ্টিশক্তি হ্রাসজনিত সমস্যার সমাধান আসতে পারে এক নতুন প্রযুক্তিতে—এমনই আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা। এতে বলা হয়েছে, চোখে গোল্ড ন্যানো পার্টিকেল (Gold Nanoparticles) ইনজেকশন দিয়ে, বিশেষ ধরনের লেজার আলো প্রয়োগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রেটিনায় (retina) দৃষ্টিশক্তি আংশিকভাবে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। সম্প্রতি প্রকাশিত প্রাক-ক্লিনিক্যাল (preclinical) এই গবেষণায় বিজ্ঞানীরা ইঁদুরের চোখে এই ইনজেকশন দিয়েছেন, যাদের দৃষ্টিগ্রাহী কোষ (photoreceptors) নষ্ট হয়ে গিয়েছিল—যা মানুষের ম্যাকুলার ডিজেনারেশনসহ বিভিন্ন রেটিনা রোগের মতোই। ইনজেকশনের পর গবেষকরা ইনফ্রারেড (IR) লেজার আলো ব্যবহার করে ওই ন্যানোকণাগুলোকে লক্ষ্যবস্তু করেন। লেজার আলোর তাপে ন্যানোকণাগুলো উষ্ণ হয়ে ওঠে, এবং এই তাপ নিচের স্তরের রেটিনা স্নায়ুকোষগুলোকে (বাইপোলার ও গ্যাংগ্লিয়ন সেল) উদ্দীপিত করে। ফলে ক্ষতিগ্রস্ত ফটো-রিসেপ্টর এড়িয়ে দৃষ্টিসংক্রান্ত স্নায়ুসিগন্যাল মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে পৌঁছায়। ফলাফল...