নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রোববার (১২ অক্টোবর) উপজেলার বারদী হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব।টাইফয়েড প্রতিরোধে সোনারগাঁও উপজেলায় ১ লাখ ২৯ হাজার লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে দুই ধাপে।বিশ্বব্যাপী টাইফয়েড সংক্রমণের অন্যতম উচ্চঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ৪,৭৭,৫১৮ জন টাইফয়েড রোগী শনাক্ত হয়—অর্থাৎ প্রতি ১ লক্ষে ২৯০ জন এই জ্বরে আক্রান্ত হন। এর মধ্যে ৬১ শতাংশ রোগীই ১৫ বছরের কম বয়সী শিশু, যা ‘খুব উচ্চ’ সংক্রমণের হার হিসেবে বিবেচিত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব বলেন, টাইফয়েড জ্বর...