বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজ এক গভীর ও বহুমাত্রিক সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে শিক্ষার গুণগত মান, দক্ষতা ও প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক; অন্যদিকে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পেশাগত স্বাধীনতা ক্রমেই হুমকির মুখে পড়ছে। এমন এক সময়, যখন জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমান ২০২৫ সালের ৭ অক্টোবর শিক্ষক সমাবেশে যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, তা কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়—বরং এটি বাংলাদেশের শিক্ষা, শিক্ষক সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনের এক দূরদৃষ্টিসম্পন্ন দার্শনিক নকশা।শিক্ষাকে রাষ্ট্র নির্মাণের প্রাণশক্তি হিসেবে দেখার আহ্বানতারেক রহমান তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থার মূল প্রশ্নটি সামনে এনেছেন—‘আমরা সবাই মিলে যদি শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যমান শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকিয়ে রাখা সম্ভব নয়।’এই এক...