গাজা উপত্যকায় দীর্ঘ সংঘাতের পরে জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল। রোববার (১২ অক্টোবর) ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্বে। আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গিলাদ কাৎজ বলেছেন, জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেয়ার কাজ শেষ হলে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, এ অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও সুড়ঙ্গসমূহ ধ্বংস করা হবে। হামাস গাজায় বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি জটিল নেটওয়ার্ক পরিচালনা করে—যা তাদেরকে ইসরায়েলের নজরদারির বাইরে থেকে লুকিয়ে থেকে কাজ করার সুযোগ দেয়। কিছু সুড়ঙ্গ সীমানার নিচে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ...