প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চাওয়া ‘শাপলা’ প্রতীকটি নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। এ কারণেই দলটি নিবন্ধন পেলেও প্রতীকটি বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, কোনো দল যদি নিবন্ধন পায়, তবে তাদের কমিশনের নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীকটি সেই তালিকায় অন্তর্ভুক্ত নেই। প্রতীক তালিকা প্রসঙ্গে সিইসি আরও বলেন, "কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে পারে, বাড়াতেও পারে। তবে শাপলা প্রতীক তালিকায়...