বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিতে যোগদান করেছিলেন সৌরভ কুমার সাহা। সংস্থাটির নোয়াখালী কার্যালয়ে শুরু হয় তার চাকরি জীবন। তখনই খুলে যায় তার ভাগ্যের চাঁকা। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। অবৈধপথে শুরু হয় উপার্জন। ইতোমধ্যে তিনি নামে-বেনামে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা সৌরভের বাবা ছিলেন পত্রিকার হকার। তার সামান্য আয়ে পরিবার-পরিজন নিয়ে চলতো টানাটানির সংসার। আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হসিনার বেয়াই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুপারিশে ২০১৪ সালে বিআরটিএ অফিসে চাকরি পান সৌরভ। এরপর ১১ বছরে তিনি বাবা, শ্বশুর, শ্যালকসহ বিভিন্নজনের নামে-বেনামে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন। ক্রয় করেছেন ১০টি বাস, চারটি প্রাইভেট কার। রয়েছে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা। ফরিদপুরে সৌরভের...