জুলাই সনদ নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা কাটছে না * গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র চার মাস। বিভিন্ন দলের মধ্যে নানা ইস্যুতে মতপার্থক্যের মধ্যেই দেশজুড়ে বইছে নির্বাচনি উত্তাপ। তবে জুলাই সনদ নিয়ে কোলাহলের আবর্তে দেশের রাজনীতি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপরীতমুখী বক্তব্য নির্বাচন নিয়ে কখনো কখনো জনমনে তৈরি হচ্ছে সন্দেহ ও অবিশ্বাস। ‘বিচার মানি, কিন্তু তালগাছ আমার’-সংস্কার এবং নির্বাচন প্রশ্নে বহুল প্রচলিত এই প্রবাদ যেন বাস্তবে ধরা দিয়েছে দেশের রাজনীতিতে। বিশেষ করে গণভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) নিয়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। একপক্ষ চান একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন। আরেকপক্ষ চাচ্ছে গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে। গণভোটের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন। এই মতপার্থক্য ঘোচাতে জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে...