দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এখন ভয়াবহভাবে উত্তপ্ত। গত কয়েক বছরের পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা এবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলে উভয় পক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই সংঘাতের মূলে রয়েছে টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়া এবং ১৮৯৩ সালে ব্রিটিশদের টানা ডুরান্ড লাইনকে কেন্দ্র করে বহু পুরনো বিবাদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আফগান রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণ এবং সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি বাজারে আরেকটি বিস্ফোরণের পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। আফগান সরকারের অভিযোগ, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। যদিও পাকিস্তান সরাসরি অভিযোগ অস্বীকার না করে জানায়, আফগান মাটিতে সক্রিয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর কার্যক্রম দমন করা জরুরি হয়ে পড়েছে। রয়টার্সের বরাতে জানা যায়, ইসলামাবাদ টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে কাবুলে...