ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে চলেছে সুইডেনের এক দল বিজ্ঞানীর উদ্ভাবিত ক্ষুদ্র রোবট। দেশটির কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা তৈরি করেছেন অতি সূক্ষ্ম ‘ন্যানোরোবট’, যা মানবদেহের ভেতর প্রবেশ করে সরাসরি ক্যান্সার কোষে আঘাত হানতে সক্ষম। গবেষকদের দাবি, এই রোবটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, তারা ক্যান্সার টিউমার সনাক্ত করে তা ধ্বংস করতে পারে, অথচ সুস্থ কোষগুলো অক্ষত থাকে। ল্যাবরেটরি ও প্রাণীদেহে পরীক্ষায় দেখা গেছে, এসব ন্যানোরোবট প্রচলিত কেমোথেরাপি বা রেডিওথেরাপির তুলনায় অনেক দ্রুত ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে এবং পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলকভাবে কম। যদিও এখনো মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়নি, গবেষকরা মনে করছেন এই উদ্ভাবন...