প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া নিয়ে অংশীজনসহ ছয় হাজারের বেশি মতামত পাওয়ার তথ্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন এসব মতামত সংকলন ও বিশ্লেষণের কাজ করছে মন্ত্রণালয়। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, খসড়া চূড়ান্ত করার আগে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিসহ অংশীজনের মতামত নিতে শিগগির তাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা করা হবে। রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় পরামর্শ গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে ও সহযোগিতা করতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করেছে।] ঢাকা কলেজ,...