বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) সক্ষমতা অর্জন করার কথা বলেছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা উদযাপন করা হয়, যেখানে বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁনও উপস্থিত ছিলেন। তিনি কর্মকর্তা ও অন্যান্য সদস্যের সঙ্গে মতবিনিময়ও করেন বলে বাহিনীর এক বিজ্ঞপ্তিতে তুলে ধরে হয়। এতে বলা হয়, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ‘ওভারহোলিং’ সক্ষমতা অর্জন করাটা দেশের বিমান বাহিনীর জন্য গর্বের। একই সঙ্গে তা নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন। বিমান বাহিনী বলছে, তাদের সদস্যরা ‘ওভারহোলিং’ কার্যক্রম সম্পন্ন করেছে, যা...