বেসরকারি খাতের শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, একীভূত করার ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ পুরোটা রক্ষা করা হলেও ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’ অধ্যাদেশ অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি আসেনি। কমিশন চিঠিতে অধ্যাদেশের ৭৭ ধারা অনুযায়ী দোষীদের বাদ দিয়ে সাধারণ শেয়ারধারকদের স্বার্থ পুরোটা রক্ষা করতে বলেছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে পাঠানো চিঠির বিষয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে সাধারণ বিনিয়োগকারীদের কোনো দায় নেই। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হবে।” গত বৃহস্পতিবার আর্থিকভাবে দুর্দশায় থাকা শরিয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয় ব্যাংক...