১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম অবৈধ স¤পদ অর্জনের মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর এ মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনই তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়। এদিন কারাগার থেকে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়। আইনজীবী কাওছার আহমেদ আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে জহিরুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের অভিযানের মধ্যে সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে...