১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মিসরের জনপ্রিয় পর্যটন নগরী শার্ম আল-শেখের পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন কাতারি কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। তারা সবাই কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য ছিলেন এবং শার্ম আল-শেখে একটি কূটনৈতিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। মিসরীয় কর্তৃপক্ষ জানায়, গত শনিবার সকালে শার্ম আল-শেখ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রেড সি উপকূলীয় সড়কে কাতারি কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন কূটনীতিক প্রাণ হারান এবং দু’নকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস। নিহতরা হলেন সউদ বিন থামার আল থানি, আবদুল্লাহ গনিম আল খায়ারিন এবং হাসান জাবের আল জাবের। আহত হয়েছেন আবদুল্লাহ ঈসা আল কুওয়ারি ও...