১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আবারো লজ্জাজনক ব্যাটিং, পরিকল্পনার অভাব আর ম্যাচ সচেতনতার দৃষ্টিকটু ঘাটতির খেসারত দিলো বাংলাদেশ। আফগানিস্তানের কাছে লজ্জার হারে একম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হারলো মেহেদী মিরাজের দল। সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জে লড়াই করতেও পারল না বাংলাদেশ। আবুধাবীতে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিল আফগানিস্তান। একসময় যে সংস্করণ ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা, সেটিই এখন নিয়মিত হতাশার উপলক্ষ। সবশেষ ১১ওয়ানডের ১০টি হারল তারা। সিরিজ হারের তেতো স্বাদ পেতে হলো টানা চার সিরিজে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারতে হলো এই নিয়ে টানা তিনটি। আবু ধাবিতে শনিবার আফগানিস্তারে জয়ে বিরোচিত এক ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। দলের ১৯০ রানের অর্ধেক আসে তার একার ব্যাট থেকেই। ইনিংস শুরু...