১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গাজার যেসব এলাকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে সেই এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য হামাস তার নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে তলব করেছে। এছাড়া পাঁচজন নতুন গভর্নরকে নিয়োগ করেছে যাদের সবাই সামরিক পটভূমির অধিকারী। এদের মধ্যে কেউ কেউ পূর্বে হামাসের সশস্ত্র শাখার ব্রিগেডগুলোকে অভিযান তদারকি করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্র অনুসারে, ফোন কল এবংক্ষুদেবার্তার মাধ্যমে এই সমাবেশের আদেশ জারি করা হয়েছে। ক্ষুদে বার্তাগুলোতে লেখা ছিল, “জাতীয় ও ধর্মীয় কর্তব্যের আহ্বানে সাড়া দিয়ে আমরা গাজাকে ইসরাইলের অবৈধ সহযোগীদের হাত থেকে মুক্ত করার জন্য একটি সাধারণ সমাবেশ ঘোষণা করছি। আপনাদের ২৪ ঘন্টার মধ্যে আপনাদের নির্ধারিত স্থানে আপনার অফিসিয়াল কোড...