১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ার করে নতুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেছেন, প্রিসাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে তার বিচার হবে। তাদের ভয়ের কিছু নেই, গোলমাল করলে নির্বাচন বন্ধ করে দেবে। এটা প্রধান নির্বাচন কমিশনারের কথা, আমারও কথা। ভোটে রাজনৈতিক পক্ষপাতের কোনো সুযোগ নেই, মাঠ প্রশাসনও কোনো পক্ষপাত করবে না। প্রধান উপদেষ্টা বলেছেন বলা হয়েছে প্রিসাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ওনার ক্ষমতা ব্যবহার না করেন তবেও তার বিচার হবে। আমাদেরও সেই ম্যাসেজ। গোলমাল করবেনÑ সেন্টা বন্ধ করে দেয়া হবে। গতকাল রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে...