১৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনের সন্নিকটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিকভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকল হয়ে পড়ে ইঞ্জিন। মুহূর্তের মধ্যে থেমে পড়ে ট্রেনটি। এলাকাবাসী, সাধারণ জনগণ ও পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যাত্রী সাধারণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার রাজীব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি টুঙ্গিপাড়া অভিমুখে যাওয়ার প্রাক্কালে ভেড়ামারা স্টেশনের সন্নিকটে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। মুহূর্তের মধ্যে থেমে যায় ট্রেন। পরে ট্রেনচালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের...