১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারতীয় সিনেমার ইতিহাস মহাকাব্যিক চলচ্চিত্র ‘বাহুবলী’ মুক্তির দশ বছর পার হলেও এর আবেদন কমেনি। ওটিটি মাধ্যম ও ইউটিউবে আজও সিনেমাটি ব্যাপকভাবে দর্শক দেখছে। অনেকে আশায় আছেন, সিনেমাটির তৃতীয় পর্বের। তবে তৃতীয় পর্ব না এলেও আসছে আগের দুই পর্বের সম্মিলনে ‘বাহুবলী- দ্য এপিক’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রথম পর্ব মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। এর সময়সীমা ৫ ঘণ্টা। তবে এটি নতুন কোনো পর্ব না। ‘বাহুবলী- দ্য এপিক’ মূলত এক মোড়কে প্রথম ও দ্বিতীয় পর্ব। সিনেমা দুটি পরিচালনা করেছেন রাজামৌলি। এই সিনেমা প্রভাসকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। ফ্যাসিস্টের পতনে চব্বিশের গণঅভ্যুত্থান ছিলো অনিবার্য টেকসই শিল্পোন্নয়নে একত্রিত হলো এনভয় টেক্সটাইলস ও এডিবি...