১৩ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৮) লাশ পাওয়া গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আয়ুব আলীর কাছ থেকে খবর পেয়ে তারা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি জানানো হয়েছে। তাদের প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় শনাক্ত করা যাবে। আর ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ফ্যাসিস্টের পতনে চব্বিশের...