চীনের উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। কারণ, সেখানে এক নারী কর্মীর মিনি স্কার্ট পরে বয়স্ক রোগীদের সামনে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্মের মতো পোশাক ও হাঁটু পর্যন্ত কালো মোজা পরে ওই নারী এক প্রবীণ রোগীর সামনে ইঙ্গিতপূর্ণভাবে নাচছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—“আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার, সবই করছেন।” এরপর দেখা যায়, নীল পোশাক পরা আরেকজন কর্মী এক বৃদ্ধ পুরুষকে ওষুধ খাওয়াচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চীনা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকেই একে “অশালীন” ও “বয়স্কদের প্রতি অসম্মানজনক” বলে মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “এখন কি প্রবীণ যত্নেও ইঙ্গিতপূর্ণ নাচ ঢুকে পড়েছে?” এর জবাবে নার্সিং হোমের অফিসিয়াল অ্যাকাউন্ট...