জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দূর করার পরিবর্তে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তরকে ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যবই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ছাপানোর উদ্যোগ এনসিটিবিকে দুর্বল করবে, তবে গুণগত কোনো পরিবর্তন আনতে পারবে না। তার ভাষায়, এটি মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত।তিনি বলেন, এনসিটিবি স্বায়ত্তশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দূর করার পরিবর্তে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বিতরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর কোনো কার্যকর সমাধান নয়। পাঠ্যপুস্তক প্রণয়ন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে...