ওরস্যালাইন বা ওআরএস (Oral Rehydration Solution) হলো ডায়রিয়া, অতিরিক্ত ঘাম বা তাপে সৃষ্ট পানিশূন্যতার অন্যতম কার্যকর প্রতিকার। এটি শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে এবং গ্লুকোজ, সোডিয়াম ও পটাশিয়ামের সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটি নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওরস্যালাইন সঠিকভাবে ব্যবহার না করলে কিছু ক্ষেত্রে এটি জীবনহানির ঝুঁকিও বাড়াতে পারে। জেনে নিন, কারা ওরস্যালাইন গ্রহণে বিশেষভাবে সতর্ক থাকবেন। অতিরিক্ত ওআরএস গ্রহণে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়ে হাইপারনেট্রেমিয়া দেখা দিতে পারে। এতে মাথাব্যথা, বমি, খিঁচুনি, এমনকি মস্তিষ্কে ফোলাভাবের মতো গুরুতর সমস্যা হতে পারে। অতিরিক্ত ওরস্যালাইন শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করে হাইপারনেট্রেমিয়া বা হাইপারক্যালেমিয়া তৈরি...