নারী সাংবাদিকদের বাদ দিয়ে সাংবাদিক সম্মেলন করায় তুমুল বিতর্কের মুখে অবশেষে পিছু হটলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের একটি সংবাদ সম্মেলন ডাকেন তিনি। আর সেই সম্মেলনে নারী সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। সেখানে নারী নিয়ে বেশকিছু প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। এক সপ্তাহের জন্য ভারত সফরে রয়েচেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে কোনও নারী সাংবাদিককে ডাকা হয়নি। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ভারতের রাজনৈতিক ও সাংবাদিক মহল পর্যন্ত সবখানে তীব্র বিতর্ক শুরু হয়। ইন্ডিয়ান উইমেন’স প্রেস কর্পস এবং এডিটরস গিল্ড অব ইন্ডিয়া দু’টি সংগঠনই বিবৃতি দিয়ে জানায়, এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। বিতর্ক আরও বাড়তেই শনিবার চাপের মুখে আফগান পররাষ্ট্রমন্ত্রীর টিম নতুন...