প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য সচেতন করতে বিশ্বব্যাপী পালতি হয় আন্তর্জাতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস। ইসলাম এ বিষয়ে দুর্যোগের কারণ, মানবিক দায়িত্ব ও প্রতিরোধমূলক করণীয়সহ সবকিছুর সমন্বিত দিকনির্দেশনা দিয়েছে। কোরআন ও হাদিসে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, পৃথিবীতে সংঘটিত বিপর্যয়গুলো শুধু প্রাকৃতিক নিয়ম নয়, বরং অনেক সময় মানুষের অন্যায়, অবাধ্যতা ও অবিচারের ফলাফল। আল্লাহতায়ালা বলেন, ‘মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদের কৃতকর্মের কিছু ফল ভোগ করান, যেন তারা ফিরে আসে।’ (সুরা রুম ৪১) অর্থাৎ দুর্যোগের অন্যতম কারণ মানুষের সীমালঙ্ঘন ও দায়িত্বহীনতা। কিন্তু একই সঙ্গে ইসলাম মানুষকে ভয় নয়, বরং সচেতনতা ও প্রস্তুতির শিক্ষা দিয়েছে। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আগে থেকে প্রস্তুতি নেওয়া ইমানদারের বৈশিষ্ট্য।’ (সহিহ মুসলিম) ইসলামি সভ্যতায় দুর্যোগ...