ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ হঠাৎই একটি রহস্যময় ফেসবুক পোস্ট দিয়েছেন, যা দেখে উদ্বেগে ভুগছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে কালো চশমা পরা অবস্থায় দেখা যায়, মুখে গম্ভীর ভাব, চোখে দূরদৃষ্টির ইঙ্গিত। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার ক্যাপশন—একটি মাত্র শব্দ, ‘বিদায়’। এই সংক্ষিপ্ত ক্যাপশন ঘিরে মুহূর্তেই শুরু হয় নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। পোস্টের নিচে মন্তব্যের ঝড় বইয়ে দেন ভক্তরা। কেউ উদ্বেগ প্রকাশ করে জানতে চান, “কি হয়েছে আপনার?” আবার কেউ লিখেছেন, “ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’। তাই আপনার মুখে বিদায় শব্দটা মানায় না।” তবে মন্তব্যের বন্যার পরও বাপ্পারাজ কোনো প্রতিক্রিয়া জানাননি। এতে তার ভক্তদের কৌতূহল ও উদ্বেগ আরও বেড়ে গেছে।...